Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরোহিতকে লাঠিপেটা, বর-কনেসহ আমন্ত্রিতদের আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

এখানে কী হচ্ছে? কী নাম আপনার? ওনাকে গ্রেপ্তার করুন। উঠুন উঠুন আর খেতে হবে না। কেন এসেছেন? যান যান বেরিয়ে যান। একজন কাতর অনুরোধ জানাতে এলে তার কলার ধরে বের করে দেন নীল জামা পরা এক ব্যক্তি। এভাবেই যাকে পারছেন আটক করছে পুলিশ। পুরোহিতের মাথায় থাপ্পড় মেরে তাকেও আটক করা হয়। বাদ পড়েন না বরও। কনের বড় ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে তোলা হয় গাড়িতে। কেন এই শাসন? জানা গেছে, তারা নাইট কারফিউয়ের আইন ভঙ্গ করেছেন। করোনা পরিস্থিতিতে ত্রাহি ত্রাহি অবস্থা দেশে। অথচ নিয়ম ভেঙেই চলছে বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান প্রায় শেষের পথে ছিল। চলছিল শেষ ব্যাচের খাওয়া-দাওয়া। এজন্য নাকি আলাদা করে অনুমতিও নেয়া ছিল। কিন্তু কোথায় কিসের অনুমতি! লিখিত অনুমতিপত্র দেখানোর আগেই পন্ড করে দেয়া হয় অনুষ্ঠান। বাড়ির কর্ত্রী চিঠিটি বের করে দেখান। কিন্তু সেটি ছিড়ে কুটি কুটি করে মুখের উপর ছুঁড়ে দেন জেলা প্রশাসক শৈলেশ যাদব। এমন ঘটনা ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ্যে। সেখানে রাত ১০টার পর নাইট কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক শৈলেশ খবর পান যে রাত ১০টা বেজে গেলেও মাণিক্য কোর্ট এবং গোলাপবাগান নামে দুটি ভবনে বিয়ে অনুষ্ঠান চলছে। প্রচুর জনসমাগমও হয়েছে। এরপরই এসব জায়গায় হানা দেন তিনি। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ