Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসাইলে ৮টি গরুসহ ট্রাক উদ্ধার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১:১৮ পিএম

টাঙ্গাইলের বাসাইলে ৮টি গরুসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোরে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকা থেকে গরু ও ট্রাক উদ্ধার করা হয়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ এতথ্যটি নিশ্চিত করেছেন।

বাসাইল থানার এসআই আব্দুল মোমেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোবাইল ডিউটি করার সময় ঢাকাগামী একটি ট্রাক দেখে ট্রাকটিতে তল্লাসী চালালে তিনটি বাছুরসহ মোট আটটি গরু পা বাধা অবস্থায় পাওয়া যায়। গরুগুলো ত্রি-ফল দিয়ে ঢাকা ছিল। আশেপাশে কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩টি বাছুর ও ৫ বড় গরুসহ ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১২-২৮৯৯) পরিত্যাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গরুসহ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত গরুগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাক ও গরুর মালিকের এখনও খোঁজ পাওয়া যায়নি বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ