Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিববিহীন কলকাতার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

প্রথম তিন ম্যাচে একাদশে থাকলেও চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স একাদশ থেকে বাদ পড়েন সাকিব আল হাসান। তার বিদায়ের পর এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে কেকেআর। গতপরশু রাতে পাঞ্জাব কিংসকে ২০ বল হাতে রেখে তারা হারিয়েছে ৫ উইকেটের বড় ব্যবধানে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করে কলকাতার সামনে খুব বড় লক্ষ্য দিতে পারেনি পাঞ্জাব। ইয়ন মরগানের দলের সামনে ১২৪ রানের লক্ষ্য দেয় তারা। এই লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বেশ বিপদেই পড়েছিল কলকাতা।
মাত্র ১৭ রানেই তারা হারিয়ে ফেলেছিল শুভমন গিল, নিতিশ রানা ও সুনীল নারিনের উইকেট। কিন্তু এরপরই দলের হাল ধরেন অধিনায়ক মরগান ও রাহুল ত্রিপাটি। দুজনের জুটিতে আসে ৬৬ রান। ৭ চারে ৩২ বলে ৪১ রান করে রাহুল ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মরগান।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৪৭ রান করেন তিনি। ২ চারে ৬ বলে ১২ রান আসে দিনেশ কার্তিকের ব্যাট থেকে। ২০ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় কলকাতা। এবারের আসরে ৬ ম্যাচ খেলে এটি দ্বিতীয় জয় কলকাতার। এই জয়ে পাঞ্জাবকে টপকে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে তারা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ