Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অজিদের ফেরার ব্যবস্থা করবে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

 ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণ ও মৃত্যু দুটোই দ্রæত বেড়ে চলেছে। ঠিক এ কারণে দেশটির সঙ্গে বিমান চলাচল ১৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। এতে আইপিএলে খেলতে ভারতে আসা অস্ট্রেলিয়ার ৩০ ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার টুর্নামেন্ট শেষে দেশে ফেরার শঙ্কায় পড়ে গিয়েছিলেন।
উৎকণ্ঠা ও উদ্বেগের এই সময় অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সাহস যুগিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্ট শেষে প্রত্যেক খেলোয়াড়কে দেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে তারা। এজন্য সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। ক্রিকেটারদের ঘরে ফেরানোর পরই শেষ হবে টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট। এক চিঠিতে সংস্থাটির প্রধান নির্বাহী হেমাগ আমিন।
অজি ক্রিকেটাদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আপনাদের আশ্বস্ত করে জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত সকল ক্রিকেটার ভালোভাবে বাড়িতে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত বিসিসিআই’র এই টুর্নামেন্ট শেষ হবে না।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ