মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আপন বড় ভাই রাকেশ কাটওয়েকে টুকরো টুকরো করে কেটে হত্যায় সহায়তা করেছেন ছোট বোন নায়িকা শানায়া কাটওয়ে। আর এ ঘটনা ঘটেছে দক্ষিণ ভারতে। ভাই খুনের অভিযোগে দক্ষিণ ভারতের কন্নড় ছবির জনপ্রিয় নায়িকা শানায়াকে পুলিশ গ্রেফতার করেছে।
নায়িকাকে প্রথম আটক করে হুব্বাল্লি গ্রামীণ পুলিশ। পরে তাকে থানা পুলিশের কাছে হাস্তান্তর করা হয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। রাকেশের হত্যার পর ধারওয়াড় জেলা পুলিশের তরফে সংশ্লিষ্ট মামলার চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই হত্যার পেছনে শানায়ার জড়িত থাকার তথ্য-প্রমাণ পুলিশের হাতে আসে।
জানা যায়, এক অভিযুক্ত ২১ বছরের নিয়াজাহমেদ কাটিগরের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে শানায়ার। আর এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিল ভাই। এর জেরেই নিয়াজাহমেদ প্রেমিকার সঙ্গে মিলে রাকেশ কাটওয়েকে হত্যার চক্রান্ত করে।
রাকেশকে তার বাড়িতেই খুন করা হয়। ঘটনার সময় উপস্থিত ছিলেন শানায়াও। এরপর নিয়াজাহমেদ কাটিগর এবং বাকি তিন অভিযুক্ত রাকেশের মৃতদেহের অংশগুলো পৃথকভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসে। শানায়া কাটওয়েকে গ্রেফতার করা হয় গত ২২ এপ্রিল। এই কন্নড় অভিনেত্রী আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
কন্নড় ছবি ‘ইদাম প্রেমাম জীবানাম’-এর মাধ্যমে ২০১৮ সালে রূপালি পর্দায় পা রাখেন শানায়া। স¤প্রতি অ্যাডাল্ট কমেডি ছবি ‘অন্দু ঘনটেয়া কাথে’তে দেখা যায় তাকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, বলিউড লাইফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।