Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১১:১৯ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না, তাদের বিষয়টি বেমালুম ভুলে যান। তবে শেরে বাংলা একে ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করেই শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

মঙ্গলবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় দল-মত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারির এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ। তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে। তবে দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও উপ দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।



 

Show all comments
  • Selim ২৭ এপ্রিল, ২০২১, ১২:০৮ পিএম says : 0
    যেমন সরকার হিসেবে আপনারা ব্যার্থ
    Total Reply(0) Reply
  • Tareq+Sabur ২৭ এপ্রিল, ২০২১, ১:২৭ পিএম says : 0
    ওবায়দুল কাদের একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। উনার চোখের সামনে বংগবন্ধুর সোনার বাংলা গোলামীর শিকলে বন্দী হচ্ছে এটা উনি হতে দিতে পারেন না। তাই আকারে ইংগিতে উনি অনেক চেষ্টা করছেন যাতে বিএনপি-জামাতের বোধোদয় হয় এবং তারা একটা কার্যকর ও জোরালো সরকার পতনের আন্দোলন গড়ে তোলে। এরকম আন্দোলন শুরু হলেই ওবায়দুল কাদের এর নেতৃত্বে আএয়ামিলীগের বিশাল একটা অংশ, পুলিশ, র‍্যাব ও আন্তবাহিনী সেই আন্দোলন সমর্থন করে অবৈধ সরকারকে হটিয়ে দেশকে বিপদমুক্ত করবে। কিন্তু বিএনপি-জামাত এর ওবায়দুল কাদেরের সেই ইংগিত বুঝার ক্ষমতা বা যোগ্যতাই নেই! তারা কি আন্দোলন করবে আর দেশ রক্ষা করবে?
    Total Reply(0) Reply
  • MOHAMMAD PARVEZ KHAN ২৭ এপ্রিল, ২০২১, ২:৫৪ পিএম says : 0
    আমার একটা কথা জনতে ইচ্ছা করে – আমরা আর কতবছর রেশারেশীর রাজনীতি দেখবো?
    Total Reply(0) Reply
  • Anher Akhter ২৭ এপ্রিল, ২০২১, ৪:৩১ পিএম says : 0
    আসলে বাংলাদেশে সবায় ব্যর্থ, শুধু আওয়ামী লীঘ ছাড়া। এদেশের মানুষ ব্যর্থ ভোট দিতে পারে না রাতে ভোট হয়ে যায়, বিরোধী দল ব্যর্থ কারণ বিরোধীতা কঠোর,নির্মম, নির্দয় ও নিষ্ঠুরভাবে দমন করা হয়, সরকার ব্যর্থ কারণ নাগরিকরা আজ বড়ই বিপদাপন্ন বিভিন্ন লীগের হামলা, মামলা আর দখণের যন্ত্রনায়, করোনাভীতি এবং দ্রব্যমূল্য লাগামহীনতার কারণে। তবে, স্যার, আপনি একজন খুবই সফল মানুষ পরিবারের সদস্য বা দেশের মানুষ যাহা-ই বলুক না আপনার খৈ তো শেষ হয় না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ