মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কয়েকদিন আগেই ৭৩তম জন্মদিন পালন করেছেন মেই মাস্ক। তিনি জানেন কীভাবে নিজের গুরুত্ব ধরে রাখতে হয় এবং আরও জানেন গুরুত্ব কমে গেলেও তিনি অপ্রয়োজনীয় হবেন না। মেই মাস্ক বলেন, ‘আমি কখনো অবসর নিতে চাই না। আমি কাজ করব যত দিন মানুষ আমাকে চায়। যখন আর মানুষ চাইবে না, তখন আমি নতুন কোনো কাজ করব।’
কে এই মেই মাস্ক? তার একটা সহজ পরিচয় হচ্ছে তিনি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্ক, রেস্টুরেন্ট ব্যবসায়ী কিম্বাল মাস্ক ও দক্ষিণ আফ্রিকার চলচ্চিত্র নির্মাতা টোসকা মাস্কের মা। তবে এটা তার পরিচয় নয় মোটেই। বরং এভাবে পরিচয় দিলে ঠিক হয় যে এই তিন সফল ব্যক্তিত্ব মেই মাস্কের সন্তান। কারণ তিনি একজন নামকরা সুপারমডেল, যার দাপুটে উপস্থিতি ম্যাগাজিনের প্রচ্ছদে, ফ্যাশন শোর রানওয়েতে। তার সাদা চুল, কুঁচকে আসা ত্বক—সবকিছু মিলিয়ে মেই মাস্ক আত্মবিশ্বাসে অনন্য। এই আত্মবিশ্বাসের কারণেই তিনি শুধু একজন মডেল নন, ফ্যাশন ও বিউটি কোম্পানিগুলো তাকে নিয়োগ দেয় বক্তা হিসেবে। কারণ, মেই একজন ডায়েট বিশেষজ্ঞ।
ছোট থেকে এই জীবনমুখী শিক্ষার জন্যই কি না, মেই মাস্কের ছেলেমেয়েরা যা করেছেন, তাতেই সফল। ইলনের কথা তো সবাই জানেই। তার ছোট ভাই কিম্বাল রেস্টুরেন্ট ব্যবসায় সফল উদ্যোক্তা। বর্তমানে বড় ভাই ইলনের পথ ধরে তিনিও মঙ্গলের দিকে আছেন। সেখানে কিম্বাল জৈবিক সার দিয়ে সবজি চাষের গবেষণার চেষ্টা করছেন। মেই মাস্কের একমাত্র কন্যা টোসকা চলচ্চিত্র নির্মাতা। মেই মাস্কের ব্যাখ্যায় টোসকা তার চলচ্চিত্রের মধ্য দিয়ে আধুনিক যুগের নারীদের কথা বলেন, যারা জীবনে অর্থবহ কিছু করেন, যারা জীবনে গুরুত্ব পান, জীবনে জিতে যান। সূত্র : ব্রিফলি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।