Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাল খবর দিলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

অবশেষে নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন ভারতের বিখ্যাত গায়িকা সুনিধি চৌহান । বিগত এক বছর ধরে তার এবং তার স্বামী হিতেশ সোনিক এর দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা হয়েছে।
মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কখনও দাবি করা হয়েছে তার এবং হিতেশের সম্পর্কে এসেছে ফাটল। কখনও দাবি করা হয়েছে, দু’জনের সম্পর্ক এসে দাঁড়িয়েছে ভাঙনের মুখে। যদিও এসব জল্পনা থেকে তারা নিজেদের সম্পর্ককে দূরে রেখেছিলেন। প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। অবশেষে তার দাম্পত্য সম্পর্ক কী অবস্থায় রয়েছেন, তা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন সুনিধি।
সাক্ষাৎকারে সুনিধি বলেন, ‘আপনাদের ভাল খবর দেব। আমাদের মধ্যে সব কিছু ঠিক রয়েছে। হিতেশ এবং আমি একসঙ্গেই থাকছি।’ উল্লেখ্য গত বছর বিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পড়ার পর হিতেশ জানিয়েছিলেন, তারা লকডাউনে একসঙ্গেই থেকেছেন। বাড়ির কাজ ভাগ করে করেছেন। তিনি নাকি বাড়ির কাজে এতটাই ব্যস্ত ছিলেন, কোনও খবর পড়ার সময় ছিল না। আর সুনিধিও নাকি চেয়েছিলেন, যারা গসিপ করছেন, তারা করুন। গসিপের ফলে তো আর সত্যিটা বদলে যাবে না!
প্রসঙ্গত, ২০১২-এ বিয়ে করেন সুনিধি এবং হিতেশ। ২০১৮-এ জন্ম হয় তাদের ছেলের। এটি সুনিধির দ্বিতীয় বিবাহ। এর আগে ববি খানকে বিয়ে করেছিলেন এই গায়িকা। কিন্তু সে দাম্পত্য সুখের হয়নি। যদিও ইন্ডাস্ট্রিতে এখনও কান পাতলে শোনা যাচ্ছে, হিতেশের সঙ্গে গত বছর সত্যিই নাকি সুনিধির দাম্পত্য সমস্যা তৈরি হয়েছিল। যা তারা প্রকাশ করতে চাননি। এখন তাদের সম্পর্ক আগের থেকে অনেকটাই ভাল। তাই সে সময় চুপ করে থাকলেও এখন প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলেছেন সুনিধি। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ