Inqilab Logo

বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সখিপুরে প্রায় ৫ লাখ টাকার শাল-গজারি কাঠ উদ্ধার করলো বনবিভাগ

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ৮:০৭ পিএম

টাঙ্গাইলের সখিপুরে সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় প্রায় ৫ লাখ টাকার শাল-গজারি কাঠ উদ্ধার করেছে বনবিভাগ। বনবিভাগ সূত্রে জানা যায়,টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড.জহিরুল হক এর নির্দেশে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদের নেতৃত্বে বিট অফিসার ও বনপ্রহরীর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে বহেড়াতলী সদর বিটের গড়গোবিন্দপুর এলাকা থেকে গাছের পাতা, লতা পাতা দিয়ে ঢাকা অবস্থায় প্রায় ৫ লাখ টাকার শাল-গজারি গাছ উদ্ধার করে বহেড়াতৈল রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

বহেড়াতৈল রেঞ্জ অফিসার এএইচএম এরশাদ বলেন, দীর্ঘ দিন যাবৎ একটি সংঘবদ্ধ চোরাই কাঠ ব্যবসায়ী শাল-গজারি কাঠ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। উদ্ধারকৃত কাঠও পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। বনবিভাগের লোকজন তৎপর আছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত বন মামলা রুজু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ