প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রায় দুই বছর পর একসঙ্গে গাইলেন শ্রোতাপ্রিয় দুই শিল্পী ইমরান ও পড়শী। সম্প্রতি ‘এক দেখায়’ নামে একটি গান গেয়েছেন তারা। এর মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন দুজনে। গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজে। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। সিএমভির ব্যানারে নির্মিত ব্যয়বহুল এই ভিডিওটির শূটিং হয়েছে সুনামগঞ্জ ও ময়মনসিংহে। ইমরান বলেন, পড়শীর সাথে আমার এটি তিন নম্বর মিউজিক ভিডিও। আগের দুটো মিউজিক ভিডিওর মাধ্যমে শ্রোতা-দর্শকের ভাল সাড়া পেয়েছি। এবারের ভিডিওটি অনেস্ন্নে নিয়ে করা হয়েছে। আশা করছি, ঈদে এটি শ্রোতা-দর্শকের জন্য বাড়তি আনন্দ বয়ে আনবে। পড়শী বলেন, অনেক দিন বিরতির পর আবারও আমরা একসঙ্গে গান করলাম। গানটি আসছে ভিডিওসহ। আশা করি, সবার ভালো লাগবে। উল্লেখ্য, ইমরান-পড়শীর প্রথম মিউজিক ভিডিও ‘জনম জনম’ প্রকাশিত হয় ২০১৩ সালে, যা সুপারহিট হয়। এরপর ২০১৯ সালে প্রকাশ হয় ‘আবদার’। এটিও হিট হয়। সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘এক দেখায়’ গানটির ভিডিও আগামী সপ্তাহে প্রকাশিত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।