বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সারা দেশের মত দক্ষিনাঞ্চলেও করোনা ভাইরাস প্রতিরোধক ভেক্সিনের প্রথম ডোজ প্রয়োগ বন্ধ করা হলেও দ্বিতীয় ডোজের টিকা প্রদান নিয়েও দুঃশ্চিন্তা রয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগের। অপরদিকে লকডাউনকে অনেকটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দক্ষিণাঞ্চল যুড়ে এক শ্রেণীর মানুষের বেপরোয়া ভাব অব্যাহত থাকার মধ্যেই করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। সোমবার সকাল পর্যন্ত দক্ষিনাঞ্চলে ৯৪ হাজার ৫৪৪ জনের নমুনা পরিক্ষায় ১৪ হাজার ২২১ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। মারা গেছেন ২৫৩ জন। সর্বশেষ সনাক্তের গড়হার আগের দিনের চেয়ে দশমিক ১ বেড়ে সোমবার সকালে ছিল ১৫.২০%। এ অঞ্চলে গড় মৃত্যু হার ১.৭৭%। যা গত মাসের চেয়ে প্রায় দশমিক ২০ ভাগ বেশী।
এমনকি চলতি মাসের গত ২৬ দিনে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৮ জন । মৃত্যু হয়েছে ৪১ জনের। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে চলতি মাসের ২৬ দিনে আক্রান্ত ও মৃতের এ সংখ্যাটা গত ৪ মাসের চিত্রকেও হার মানাচ্ছে। অথচ এ বিপর্যয়ের মধ্যেও সরকার ঘোষিত লকডাউন বাস্তবে খুজে পাওয়া দুস্কর হয়ে উঠছে।
আমজনতার আগ্রহের অভাবের মধ্যেও গত ৭ ফেব্রুয়ারী থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণাঞ্চলে ২ লাখ ৫০ হাজার ৭৭ জন করোনা ভেক্সিন গ্রহন করেছেন। আর গত ৮ এপ্রিল থেকে সোমবার (২৬ এপ্রিল) পর্যন্ত ২য় ডোজ গ্রহন করেছেন প্রায় ১ লাখ ১৪ হাজারের মত। ফলে দক্ষিণাঞ্চলে ১ম ডোজ গ্রহনকারী সকলকে ২য় ডোজ প্রদান করতে হলে এখনো প্রায় ৮৯ হাজার ডোজ ভেক্সিনের চাহিদা রয়েছে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের একটি দায়িত্বশীল সূত্রের মতে তাদের কাছে মজুদ রয়েছে ৫৭ হাজারের মত।
অবশিষ্ট ৩২ হাজার ডোজ ভেক্সিন কবে কিভাবে পাওয়া যাবে তা এখন পর্যন্ত কারো জানা নেই। বরিশাল বিভাগের জন্য দু দফায় কেন্দ্রীয় মেডিকেল স্টোর থেকে ৪ লাখ ২১ হাজার ডোজ ভেক্সিন প্রদান করা হয়। এখান থেকে আরো ১ লাখ ১০ হাজার ডোজ খুলনায় প্রেরন করায় শেষ পর্যন্ত দক্ষিনাঞ্চলে ভেক্সিনের অভাবে ১ম ডোজ গ্রহনকারী সকলকে ২য় ডোজের ভেক্সিন প্রদান এখনো কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
তবে এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগের পরিচালক ডাঃ বাসুদেব কুমার সাহা জানান, ‘পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তর অবগত আছে। আশাকরি প্রথম ডোজ গ্রহনকারী সকলেই ২য় ডোজ গ্রহনে কোন সমস্যা হবে না’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।