Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে তীব্র সুপেয় পানির সঙ্কট শুকিয়ে গেছে খাল বিল নদী নালা টিউবওয়েল

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ৩:০২ পিএম

করোনার পাশাপাশি গ্রীষ্মের দাবদাহে জ্বলছে গোটা দেশ। শুষ্ক এই মৌসুমে টেকনাফের তিনটি পাহাড়ি ইউনিয়ন সহ উপজেলাজুডে চলছে বিশুদ্ধ সুপেয় পানির তীব্র সংকট।

পানির স্তর নিচে নেমে যাওয়ায় নদী, খাল, বিল পুকুর আর জলাশয়গুলো শুকিয়ে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে শত শত
টিউবওয়েল। এসব এলাকার লোকজনকে পানির জন্য প্রতিদিনই যেন ‘যুদ্ধ’ করতে হচ্ছে। বাধ্য হয়ে তারা প্যলাস্টিকের ড্রাম, জার কলসে নিয়ে পানি সংগ্রহে ছুটে বেড়াচ্ছে গ্রাম থেকে গ্রামে।

স্থানীয়রা খোল চিঠি দিয়ে ফেইসবুকে এবং প্রচার মাধ্যমে উপজেলা চেয়ারম্যান, ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আকুল আবেদন করেছেন। এ ব্যাপারে এলাকার লোকজন, জনপ্রতিনিধি, এনজিও সংস্থা ও বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা নিকট পানির সংকট নিরসনের জন্য আবেদন নিবেদন করে আসলেও এর কোনো সমাধান হয়নি।

অন্যদিকে, বিশুদ্ধ পানির অভাবে এসব এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান বলেন, প্রচণ্ড গরম পড়ায় উপজেলার কয়েকটি এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

বিশেষজ্ঞদের অভিমত , জলবায়ু পরিবর্তন, অব্যাহত বৃক্ষ নিধনের কারণে বৃষ্টির পরিমাণ কমে গেছে। এতেকরে পানির উৎস শুকিয়ে যাওয়ায় নদী এবং খালগুলোর শুকিয়ে গেছে।

অন্যদিকে, টেকনাফ পৌরএলাকার প্রতিদিন রেষ্টুরেন্ট, বেকারী, আবাসিক হোটেল ও বাসাবাড়িতে খাবার পানি সরবরাহ দিতে ২০/৩০ টি ভ্যানগাড়ী ব্যস্ত রয়েছে। এতে অর্ধলাখ মানুষের দূর্ভোগের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ