Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জরিমানা দেবে ছেলে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

সাধারণত বিবাহবিচ্ছেদের মামলায় খোরপোশ দিতে বলা হয় স্বামীকে। কিন্তু ব্রিটেনে একটি ডিভোর্স মামলায় সন্তানকে নির্দেশ দেয়া হল, তিনি যেন তার মাকে ১০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসাবে দেন। কারণ তিনি তার মায়ের কাছ থেকে নিজের সম্পত্তি লুকিয়েছিলেন। বিচারকের কথায় পুত্রটি ‘একজন অসৎ ব্যক্তি, যে নিজের বাবাকে সাহায্য করার জন্য যা কিছু করতে পারে।’

এই মামলাটিকে বলা হচ্ছে ব্রিটেনের সবচেয়ে বড় ডিভোর্স মামলা। ধনকুবের ফারখাদ আখমেদভের বিরুদ্ধে তার স্ত্রী তাতিয়ানা আখমেদভা যে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন, তার রায় ঘোষণা করে বলা হয়েছিল, খোরপোশ বাবদ স্ত্রীকে ৪৫ কোটি পাউন্ড (৬২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) দিতে হবে ব্যবসায়ীকে। বিলিয়নেয়ার বাবার সঙ্গে হাত মিলিয়ে তৈমুর আখমেদভ নিশ্চিত করতে চেয়েছিলেন যাতে তার মা খোরপোশের পুরো টাকা না পান। বিচারক গোয়েনেথ নোলস ঘোষণা করেছেন, মাকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ দিতে হবে তৈমুরকে।

২০১২ সালের নভেম্বর মাসে রাশিয়ান তেল সংস্থায় নিজের স্বত্ব বেচে ১৪০ কোটি ডলার আয় করেছিলেন আজারবাইজানে জন্ম নেয়া ফারখাদ। কিন্তু বিবাহবিচ্ছেদের জন্য তাতিয়ানাকে কোনও টাকা দিতে রাজি হননি তিনি। টাকা চেয়ে অন্তত আধডজন দেশে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তাতিয়ানা। লন্ডনের অভিজাত হাইড পার্কের অ্যাপার্টমেন্ট, একটি বিলাসবহুল ৩৭৭ ফুট ইয়ট এবং ১৪০ মিলিয়ন ডলার মূল্যের মডার্ন আর্টের মালিকানাও দাবি করেন তাতিয়ানা। পুত্র তৈমুরের বিরুদ্ধে রায় প্রকাশের পর ফারখাদ একটি বিবৃতিতে বলেছেন, ‘লন্ডন আদালতের এই রায় অন্যায়। বাবার তথাকথিত পাপের দায় তারা নির্দোষ এবং বিশ্বস্ত পুত্রের ঘাড়ে চাপিয়ে দিয়েছে।’ সূত্র : ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ