Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাতিজার সঙ্গে ঝগড়ায় প্রাণ গেল চাচার

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রামের সাতকানিয়ায় ভাতিজার সঙ্গে ঝগড়া লেগে আবু তাহের (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার কেঁওচিয়ার ৪নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত শনিবার বিকেলে আবু তাহের আম গাছ থেকে আম পাড়তে গেলে তার ভাতিজা কাশেমের ছেলে মোরশেদ ও আবু ছিদ্দিকের ছেলে জোনায়েদ বাঁধা দেয়। এতে চাচা-ভাতিজার মধ্যে ঝগড়া বেধে যায়। একপর্যায়ে মোরশেদ ও জোনায়েদ চাচা আবু তাহেরকে কিল-ঘুষি মারলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় স্বজনরা তাহেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কেরানীহাটের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ গেল চাচার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ