রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইনকিলাব অনলাইনে সংবাদ প্রকাশের পর শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সেই দিনমজুর রিকশাচালককে আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের রিকশাচালককে ৫ হাজার টাকা অনুদান দেন। এছাড়া মেরামতের সম্পূর্ণ খরচ দেয়ার কথা জানান তিনি।
গত বৃহস্পতিবার রোজগারের একমাত্র সম্বল রিকশাটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা শিরোনামে ইনকিলাব অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই সেই রিকশাচালকের পাশে দাঁড়ানোর আশ^াস দেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়।
এ ব্যাপারে ইউএনও জানান, গণমাধ্যমে এ ঘটনাটি জেনে আমি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ ব্যক্তির সাথে যোগাযোগ করি। প্রাথমিকভাবে গতকাল তাকে ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। এছাড়াও রিকশাটি মেরামতের পর সম্পূর্ণ টাকা উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রদান করা হবে।
জানা যায়, গত বুধবার রাতে নড়িয়া পৌরসভা ৫নং ওয়ার্ড কলুকাটি গ্রামের দিনমজুর রিকশাচালক হারুন বেপারীর রোজগারের একমাত্র সম্বল রিকশাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দৃর্বৃত্তরা। সংসারের আয়-রোজগারের একমাত্র অবলম্বন রিকশাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে হারুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।