প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন এবার ইসলামী গান নিয়ে হাজির হয়েছেন। ‘এ জমিন-আসমান, জানিয়ে দেয় তুমি মহান। আধার সরাতে- এ ধরাতে, দিয়েছো আল কোরান’ এমন কথায় ‘আল কোরআন’ শিরোনামে গানটি রচনা করেছেন হাবিব মোস্তফা। এফ এ সুমনের সুর ও কণ্ঠে তার নিজস্ব ইউটিউব চ্যানেল এফ এ সুমন অফিসিয়াল থেকে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে। গীতিকার হাবিব মোস্তফা বলেন, সুমন ভাইকে গানের বাণী দেখানোর পর তিনি সাগ্রহে গানটিতে সুরারোপ করেন। পবিত্র রমযান উপলক্ষে আল কোরানের মাহাত্ম্য নিয়ে গানটি রচিত। আশা করি, ধর্মপ্রাণ মুসলমানদের কাছে গানটি গ্রহনযোগ্য হবে। এফ এ সুমন বলেন, কোনো ধরনের বানিজ্যিক চিন্তা থেকে নয়, বরং পরম করুনাময় আল্লাহর প্রতি শোকরিয়া জানিয়ে আমার এই গান। ইতিমধ্যে এই রোজায় আমি দুটি গান প্রকাশ করেছি। প্রথমটি ছিল অনুরূপ আইচের কথায় ‘আল্লাহ মহান’ শিরোনামে। এবার করেছি ‘আল কোরআন’ শিরোনামে। এর গীতিকার হাবিব মোস্তফা। গত মাসে একটি নাতে রাসূল করেছিলাম। গৌতম চট্টপাধ্যায়ের কথা ও সুরে গানটির শিরোনাম ছিল ‘ধরো হাল শক্ত হাতে’। আমার চেষ্টা থাকবে নিয়মিত এ ধরণের গান করে আমার শ্রোতাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা। যাতে করে তারা দুনিয়ার পাপ থেকে দূরে থেকে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।