Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘করোনার দ্বিতীয় ঢেউ নয়, এটা সুনামি’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ভারতের করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণজনিত পরিস্থিতিতে সুনামি বলে আখ্যায়িত করেছে দিল্লি হাই কোর্ট। শনিবার আদালতের পক্ষ থেকে বলা হয়, যাকে করোনার দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে, এটা আসলে সুনামি। একইসঙ্গে বিচারপতিরা আরও বলেন, কেউ হাসপাতালে অক্সিজেন সরবরাহে বাধা দিলে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের সঙ্কট নিয়ে বিচারপতি বিপিন সাঙ্ঘি ও বিচারপতি রেখা পাল্লির এজলাসে শুনানি হয়। বিচারপতিরা বলেন, করোনার মতো ভাইরাল রোগে মৃত্যুহার কম। যাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম, তারাই ওই রোগে মারা যান। বিচারপতিদের মতে, ম‚ল সমস্যাটা হচ্ছে, যাদের বাঁচানো যেত, তারাও মারা যাচ্ছেন। মৃত্যুহার কমাতেই হবে। করোনা পরিস্থিতিতে ভারতে অক্সিজেন সঙ্কট চরমে। এর মধ্যেই অভিযোগ উঠেছে অক্সিজেন ট্রাক দিল্লি পর্যন্ত পৌঁছতে দেওয়া হচ্ছে না। বহু হাসপাতাল অক্সিজেন নিয়ে ইতোমধ্যে এসওএস পাঠাচ্ছে। জরুরিভিত্তিতে অক্সিজেন সাপ্লাই চাইছে তারা। করোনা রোগীদের অক্সিজেন সঙ্কট দেখা দিচ্ছে। শনিবার সকালেই বাত্রা হাসপাতালের পক্ষ থেকে অক্সিজেনের জন্য এসওএস পাঠানো হয়। হাসপাতালে ৩০০ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। অথচ তখন অক্সিজেন ছিল মাত্র ২০ মিনিটের। দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জনের মৃত্যু হয়। দিল্লি সরকারকে হাই কোর্ট জানিয়েছে, তারা যেন দ্রæত কেন্দ্রকে জানায়। স্থানীয় প্রশাসন যদি অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে যেন দ্রæত ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্রকেও দিল্লি হাই কোর্ট নির্দেশ দিয়েছে প্রতিদিন দিল্লিকে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন সাপ্লাই করতে হবে।বিচারপতিরা বলেন, আমরা সঠিক দিন জানতে চাই যেদিন দিল্লিকে ৪৮০ টন অক্সিজেন দেওয়া সম্ভব হবে। কেউ আপনাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছে না। কিন্ত দিল্লিতে ৪৮০ টন অক্সিজেন পৌঁছচ্ছে না। এভাবে আমরা মানুষকে মরতে দিতে পারি না। ভারতে এখনও করোনার চ‚ড়ান্ত অবস্থায় পৌঁছতে কিছু দেরি আছে উল্লেখ করে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছে আদালত। বিচারপতিরা প্রশ্ন করেন, এখনও করোনার চ‚ড়ান্ত অবস্থায় পৌঁছাইনি আমরা। মে মাসের মাঝামাঝি করোনার চ‚ড়ান্ত অবস্থা আসবে। এর জন্য আপনারা কী প্রস্তুতি নিচ্ছেন? আগামী সপ্তাহগুলোতে আরও করোনা কেস আসবে। এই সময়টা আতঙ্ক সৃষ্টি করার নয়। দ্য ওয়াল, টাইমস নাউ।

 

 



 

Show all comments
  • ডা.নিরুপম দাশ ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৬ এএম says : 0
    অতিদ্রুত ইন্ডিয়ার সীমান্ত বন্ধ করুন। ইন্ডিয়া হতে যা খবর পাচ্ছি, তাতে বুঝা যাচ্ছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা পুরো কলাপস করছে। লিকুইড অক্সিজেন ট্যাংকে অক্সিজেন নাই। অধিকাংশ কোভিড হাসপাতালে অক্সিজেন নাই। চিকিৎসকরা ফ্যাটিগ । পশ্চিমবঙ্গের নির্বাচন নতুন স্ট্রেইন তৈরি করেছে। আজ মহারাষ্ট্রের একজন চিকিৎসকের সাথে কথা বলে যা বুঝলাম, তাতে পরিস্থিতি এত সহজে নিয়ন্ত্রণে আসবেনা। গন চিতা ও গন কবর দেয়া হচ্ছে। মৃত্যু সংখ্যা যা দেখানো হচ্ছে তার থেকে অনেক বেশি। অক্সিজেন নাই কোথাও .....
    Total Reply(0) Reply
  • Feruz Ahammed ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৭ এএম says : 0
    সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই একই আকাশের নিচে আমরা সবাই তারই সৃষ্টি,ধর্ম কর্ম হতে পারে ভিন্ন,তবুও আমরা জাতে মানুষ;আর সৃষ্টির সেরা মানুষ হিসেবে মানুষের দুর্দশা সহ্য হয়না তাও জানি,তাই সৃষ্টি কর্তা যেন পৃথিবীর সকল মানুষকে হেফাজত করেন,এই কামনা করা ছাড়া এই মুহূর্তে আমাদের হয়তো আপাতত কিছুই করার নেই।
    Total Reply(0) Reply
  • গাজী দ্য ব্ল্যাক নাইট ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৮ এএম says : 0
    ইন্ডিয়ার এই খারাপ সময়ে আমরা তাঁদের পাশে আছি, মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁদের প্রতি আমাদের এই শুভ কামনা...। আমরা হয়তো তাঁদের অর্থকড়ি, প্রয়োজনীয় ওষুধসামগ্রী দিতে পারব না, কিন্তু দোয়া তো করতে পারি। বাংলাদেশ, ইন্ডিয়াসহ সারা পৃথিবী থেকে এই ভাইরাস নির্মূল হোক সেটাই প্রত্যাশা...।
    Total Reply(0) Reply
  • Mominul Islam ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৯ এএম says : 0
    মহান রব্বুল আলামীন এর কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ বিনামূল্যে অক্সিজেন দিয়ে যাচ্ছেন আমাদের কে,,,,, আল্লাহ তাআলার নেয়ামত তখন ই বুঝা যায় যখন সেটা কৃত্রিম ভাবে আমরা ব্যবহার করতে যায় কিন্তু পরিতৃপ্তি আসে না ফ্রী ভাবে যেটা ভোগ করি সেটার মতো।
    Total Reply(0) Reply
  • Yamun Habib ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৯ এএম says : 0
    অক্সিজেন আল্লাহর কতটা বড় নিয়ামত।আজ এ-ই পরিস্থিতি না হলে কেউ বুঝত না।
    Total Reply(0) Reply
  • Md. Abdur Rahim ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৯ এএম says : 0
    প্রতি মুহূর্ত আল্লাহ তার বান্দাদের অক্সিজেন বিনামূল্যে দিচ্ছেন, মানুষকে সুন্দরভাবে বাঁচার জন্য কত কিই না দিয়েছেন,অথচ এই মানুষই আল্লাহর সাথে অংশী স্হাপন করে,আল্লাহকে বাদ দিয়ে অন্যকোনো মানুষ বা শক্তিকে বড় মনে করে, আল্লাহ এজন্যই এই দূর্যোগ দিয়েছেন। মানুষ হিসেবে আমাদের ভাবার সময় এসেছে,এসেছে সঠিকপথে ফিরে আসার। তাহলেই আল্লাহ সকলকে মাফ করবেন,আর এই দূর্যোগ থেকে সকলে মুক্তি পাবে,ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ