বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম। শুক্রবার রাতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার বিকেলে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. শহীদুল ইসলাম সর্বশেষ কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি খুলনার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।
শহীদুল ইসলামের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে। ব্যক্তি জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে দুদকের মোট ১২৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০৫ জন সুস্থ হলেও মারা গেছেন শহীদুল ইসলামসহ ৩ জন। বাকিরা হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন এবং কোয়ারেন্টিনে আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।