Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ার বলেশ্বরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ৬:১৭ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া মৎস্য অধিদপ্তর জাটকা সংরক্ষণ উপলক্ষে বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ টি নেট বাঁধা ও দুটি চরগড়া জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নৌবাহিনীর সহযোগীতায় রোববার দিনব্যাপী বলেশ্বর নদে নিষিদ্ধ জাল জব্দ করন ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম ও মৎস্য অফিস সহায়ক মনোজ মন্ডল।

উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম জানান, নৌবাহিনী সহযোগিতায় এ অভিযান চালান হয়। আজকের জাটকা-আগামী দিনের ইলিশ। ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই ইলিশ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। তিনি ইলিশ রক্ষার ক্ষেত্রে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

এসময় নদীতে বসানো অবৈধ বাঁশ-খুঁটি, ড্রাম উপড়ে ফেলা হয়। একই সাথে জেলেদের সচেতন করেন উপজেলা মৎস্য অধিদপ্তর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিরোজপুর

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ