Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক থেকে দেড়শ’ টাকা বেশি দিলে টিকিট মিলে

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া উপজেলায় ১৪ সেপ্টেম্বর এর পর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কোন কাউন্টারেই ঢাকা ফিরতি কোন টিকেট পাওয়া যাচ্ছে না। ফলে যাত্রিরা চরম ভোগান্তিতে পড়েছে। দুপচাঁচিয়া উপজেলার সিওঅফিস বাস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন কোচ কাউন্টারে গিয়ে জানা গেছে, এবার ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যেই ২০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ফেরার টিকিট শেষ হয়ে গেছে। এরপরও কর্মস্থলে যাওয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা ফেরার টিকেট সংগ্রহ করতে বিভিন্ন ভাবে র্ধণা ধরছে। অভিযোগ রয়েছে টিকেট প্রতি ১শ’ টাকা থেকে দেড়শ টাকা বেশি দেয়া হলে টিকেট পাওয়া যাচ্ছে। দুপচাঁচিয়া উপজেলায় শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, টিয়া ট্রাভেলস্, শাহ্ ফতেহ আলী পরিবহন, একতা পরিবহন, ডিপজল পরিবহন, সোনারতরী, টিভিএস এর টিকেট কাউন্টারে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত টিকেট নেই। টিকেট না পাওয়ায় ঈদের আনন্দ পরিবারে সদস্যদের সাথে উপভোগ করতে নাড়ির টানে যারা গ্রামের বাড়িতে আসা মানুষেরা কাউন্টারে গিয়ে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়েছে। আবার অনেকেই যারা এখনো আসেননি, তাদের আত্মীয়রা তাদের দেয়া তারিখ মত কাউন্টারে গিয়ে ঢাকায় ফেরার টিকেট না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরছেন। এ ক্ষেত্রে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের দুর্ভোগও কম নয়। এ ব্যাপারে শাহ্ ফতেহ আলী পরিবহন কাউন্টারের স্বত্বাধিকারী শাহ্জাহান আলী জানান, কর্তৃপক্ষ এবার তাদের ১৮ তারিখ পর্যন্ত কোন টিকেটই দেয়নি। ২ দিন ১৯ ও ২০
সেপ্টেম্বর এর হাতেগোনা কিছু টিকেট দিলেও তাও শেষ। এ ক্ষেত্রে তাদের আর কিছুই করার নেই বলে জানান। ভুক্তভোগীদের অভিযোগ, বাস কর্তৃপক্ষ সারা বছর এই কাউন্টাগুলো থেকে ব্যবসা করে আসলেও ২ ঈদে ঢাকা ফিরতি টিকেট দিতে কেন জানি তাদের অনীহা। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকেও কোনই ব্যবস্থা নেই। ফলে ঢাকায় ফিরতি যাত্রিদের ভোগান্তি দিন দিন বাড়ছেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক থেকে দেড়শ’ টাকা বেশি দিলে টিকিট মিলে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ