রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ বাজার, চৌরাস্তা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ধীরে ধীরে পশুর হাট সরগরম হচ্ছে। দক্ষিণ বাজার বালক বিদ্যালয় মাঠে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপছেপড়া ভিড়। যদিও অন্যান্য বছরের তুলনায় দাম একটু বেশি। ঈদের আর মাত্র একদিন বাকি তাই পশুর হাটের ভিড় বেড়েই চলছে। শেষ মুহুর্তে আরো বেশি ভিড় হবে এবং রাত ১২/১টা পর্যন্ত বেচা-কেনা চলবে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা ও গরুর বাজার কর্তৃপক্ষ। সরজমিনে গিয়ে দেখা যায়, সম্পূর্ণ হাট ছিল গরু, ছাগল পশুতে পরিপূর্ণ। তবে দাম বেশি থাকায় মধ্যবিত্ত এবং নি¤œবিত্ত মানুষকে হিমশিম খেতে দেখা গেছে। তবে অন্য বছরের তুলনায় দাম একটু বেশী। অনেককে কোরবানির পশু না কিনে খালি হাতে ফিরে যেতে হয়েছে। তবে শেষে হাটে আজ কোরবানির পশু কিনবেন বলে জানিয়েছেন অনেকে। ক্রেতারা জানান, কোরবানির পশুর শেষ হাট সোমবার হওয়ায় অনেকেই চিন্তা করছেন শেষ হাটে কেনার। পশু রাখা এবং পালনে সমস্যা থাকায় এধরনের চিন্তা-ভাবনা করছেন অনেক ক্রেতারা। ক্রেতারা জানান, বাজারে দাম খুব বেশি তাই কোরবানির গরু কিনতে হিমশিম খাচ্ছি। অপর দিকে বিক্রেতারা জানান, বাজারের দাম বেশি হওযায় বিগত দিনে অনেক ক্রেতা কোরবানির পশু না কিনে চলে গছেন। একটি গরু ৩ লক্ষ ২০ হাজার টাকা দাম চাইলে ও ক্রেতারা ২লক্ষ টাকা দাম করেছেন। তাই বিক্রি করতে পারিনি। তবে ঈদের শেষ বাজার আজ অনেক ভাল হবে বলে আশা করা যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।