Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাবতলীতে বেড়েছে টুপি ও আতর কেনাকাটা

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা
আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা। বগুড়ার গাবতলীতে শেষ মুহূর্তে ঈদ বাজারে টুপি-আতর, সুরমা-তসবি কেনাকাটা জমে উঠেছে। পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষ এখন বাড়ি ফেরার অপেক্ষায়। মা-বাবা তাকিয়ে আছে সন্তানের দিকে। ঈদের নামাজে সবচেয়ে বেশী প্রয়োজন নতুন টুপি। সঙ্গে চাই সুগন্ধী আতর ও সুরমা। আর এজন্য শেষ মুহূর্তে সবাই এখন টুপির দোকানে ভিড় জমাচ্ছেন। বগুড়াসহ গাবতলীতে এখন প্রতিটি টুপি ৫০ টাকা থেকে ১শ’ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে এসেছে তুর্কি টুপি, আফগান টুপি ও দেশীয় টুপিসহ সুতা দিয়ে হাতের কারু কাজ করা তৈরী টুপি। তবে সাদা টুপি বিক্রি হচ্ছে বেশী। সবাই সাধ ও সাধ্যের মধ্যে টুপি ক্রয় করতে পাচ্ছে। টুপি বিক্রেতা শিপন ও টুকু জানান, টুপি বিক্রিতে লাভ কম। তবুও বাজারে বেশী বিক্রি হচ্ছে। মার্কেট ছাড়াও ফুটপাতে (ভ্রাম্যমাণ) দোকানে সাজিয়ে রেখে টুপি আতর সুরমা বিক্রি করা সম্ভব। এছাড়াও ঈদগাঁহ মাঠে মুসল্লিদের মাথায় শোভা পাবে বিভিন্ন রকমের টুপি। অপরদিকে ছিন্নমুল শিশু ও ভূমিহীন দুস্থ পরিবারগুলো তাদের চাহিদা পূরণে সাহায্য (যাকাত) টাকা সংগ্রহ করতে সমাজের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরতে দেখা যাচ্ছে। এদিকে সবার জন্য ঈদুল আজহার নামাজে পরিপূর্ণতা ফিরে আনতে ইতিমধ্যে মাঠগুলো নানা রঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে। রাস্তায় তৈরী করা হচ্ছে তোরণ ও গেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাবতলীতে বেড়েছে টুপি ও আতর কেনাকাটা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ