রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার থেকে গতকাল রোববার সকালে ১৫ কেজি গাঁজাসহ মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো কক্সবাজারের টেকনাফ থানার পুরান কল্যাণপাড়ার হাবিব হোসেনের স্ত্রী মেহেরুন বেগম (৪৫) ও তার মেয়ে জেসমিন বেগম (২৫)। চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ জানান, চৌদ্দগ্রাম বাজারে গাঁজা নিয়ে টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মা-মেয়েকে আটক করা হয়। পরে তাদের ব্যানিটি ব্যাগ ও বাজারের ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০০ বোতল ফেনসিডিল বোঝাই একটি ট্রাকসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত আবুল খায়ের হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ট্রাকের চালক চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা নারায়ণকরা গ্রামের আবুল গুলজারের পুত্র সাহাব উদ্দিন ও হেলপার চট্টগ্রামের সীতাকুন্ডের মসজিদগাঁও গ্রামের ছবির মিয়ার পুত্র আনিস মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে আবুল খায়ের হোটেলের সামনে ৫০০ বোতল ফেনসিডিল বোঝাই একটি ট্রাকসহ সাহাব উদ্দিন ও আনিস মিয়াকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।