বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় ধান কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে তিনজন। শনিবার বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন-মো. শাহ আলম (৬০), মো. আবু সালাম (৩৫) ও আব্দুল আলিম (১৪)।
তাদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কৃষি জমি নিয়ে বাদামতলী এলাকার হোসেন মাঝি ও মো. শাহ আলমের সঙ্গে বিরোধ ছিল। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এ বিরোধ সমাধান করলে মো. শাহ আলম জায়গাটি পায়। চেয়ারম্যানের আদেশে জমিতে চাষাবাদ করে শাহ আলম। ধান কাটতে গেলে হোসেন মাঝি গুলি চালায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।