Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ভ্যাম্পায়ার কমেডি ফিল্মে স্নুপ ডগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

কেন্দ্রীয় ভূমিকায় জেমি ফক্সকে নিয়ে নেটফ্লিক্সের ভ্যাম্পায়ার কমেডি ‘ডে শিফ্ট’-এর শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন র‌্যাপ গায়ক স্নুপ ডগ। ভ্যারাইটি জানিয়েছে ফিল্মটির অনসাম্বল কাস্টে সম্প্রতি আরও যোগ দিয়েছেন- মিগান গুড, কার্লা সাউজা, স্কট অ্যাডকিন্স, এরিক ল্যাঙ, এবং জায়ন ব্রডন্যাক্স। এর আগে ঘোষিত হয় ডেইভ ফ্রাঙ্কো, নাটাশা লিউ বরডিজো, অলিভার মাসুচি, স্টিভ হাউই এবং সি. এস. লি। ‘ডে শিফ্ট’ দিয়ে পরিচালক হিসেবে জেজে পেরির অভিষেক হবে। এর আগে তিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’, ‘দ্য ফেইট অফ দ্য ফিউরিয়াস’, ‘ব্লাডশট’ এবং ‘জন উইক’ সিরিজের সেকেন্ড ইউনিট হিসেবে কাজ করেছেন। চিত্রনাট্য লিখেছেন টাইলার টাইস, পরিমার্জনা করেছেন শে হ্যাটেন। ‘ডে শিফ্ট’ এক বাবার (ফক্স) গল্প যে তার আট বছর বয়সী কন্যার উন্নততর জীবনের জন্য সে তার পুল পরিষ্কারের পেশা ছেড়ে ভ্যাম্পায়ার শিকার আর হত্যার কাজকে বেছে নেয়। চ্যাড স্টায়েলস্কি জেসন স্পিটজের সঙ্গে এইটিসেভেন ইলেভেন ব্যানারের হয়ে ফিল্মটি প্রযোজনা করবেন; শন রেডিক আর আর ইভেট ইয়েটস ফিল্মটির অন্য দুই প্রযোজক। ডেটারি টার্নার এবং পিটার বাক্সটারের সঙ্গে জেমি উক্স ফিল্মটির নির্বাহী প্রযোজক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্নুপ ডগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ