Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম রেল স্টেশনে নিরাপত্তা মহড়া

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ৬:০৯ পিএম

হঠাৎ পাল্টে যায় চট্টগ্রাম রেলস্টেশনের পরিবেশ। লাঠি-পাথর নিয়ে তাণ্ডব শুরু করে একদল মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) সদস্যরা।হ্যান্ড মাইকে সরে যাওয়ার আহ্বান জানালেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা। এরপর শুরু হয় পুলিশের অ্যাকশন। রাবার বুলেট ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষোভকারীদের। ঘটনাস্থল থেকে আটক করা হয় নাশকতায় ইন্ধনদাতা কয়েকজনকে। এ সময় ইটের আঘাতে আহত হয় আরএনবি’র কয়েকজন সদস্য।

শনিবার দুপুরে টানা এক ঘণ্টার এমন নিরাপত্তা মহড়া চলে স্টেশন এলাকায়। মহড়ায় অংশ নেন শতাধিক রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্য। রেলস্টেশনে হামলা মোকাবেলায় আরএনবি সদস্যদের প্রস্তুত রাখার অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় যাত্রী ও রেলওয়ের সম্পদ বাঁচাতে কীভাবে হামলাকারীদের মোকাবেলা করা যায়, তার অনুশীলন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ