Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধান কাটতে কৃষকের পাশে সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীরা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ৪:৪৮ পিএম

বৈরী ও পূর্বাভাসে আতংকিত কৃষকরা ধান কাটতে কোমরবেঁধে মাঠে নেমেছেন সিলেটে। লকডাউনে ও যানবাহন বন্ধ থাকায় শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। এজন্য সময় পেরিয়ে গেলেও পাকা ধান ঘরে তুলতে পারছেন না বেশিরভাগ কৃষক। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীরা। আজ শনিবার সকালে এসএমপির জালালাবাদ থানার কারইল বিল এলাকার কৃষক জাহেদ আহমদের ২ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। এতে ী অংশ নেন যুবলীগের প্রায় ৪০/৪৫ জন নেতাকর্মী। এসময় জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ইতিমধ্যে সারা দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে আহবান জানিয়েছেন। সেই আহবানে আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে জেলা যুবলীগের নেতা কর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছে। কৃষক জাহেদ আহমদ বলেন, দুঃসময়ে যুবলীগের নেতাকর্মীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ