প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে চলছে লকডাউন। লকডাউনে সবকিছু বন্ধ ঘোষণা করেছেন সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে টেলিভিশন নাটকের শুটিং করতে বাধা নেই। নিয়ম মেনে অনেক নির্মাতা ও অভিনয়শিল্পীরা শুটিংয়ে অংশ নিচ্ছেন। আর সেই তালিকায় রয়েছেন তাসনুভা তিশা।
সম্প্রতি গণমাধ্যমকে তাসনুভা তিশা বলেন, সবাই অনেক আতঙ্ক নিয়ে কাজ করেন। অভিনয়শিল্পী-কলাকুশলীরা স্বাস্থ্যবিধি মানছেন। কিন্তু সব সময় শিল্পীদের ক্ষেত্রে মাস্ক পরার সুযোগ থাকছে।কারণ শুটিং ও মেকআপের সময় মাস্ক খুলে রাখতে হচ্ছে। অর্থাৎ ভয়টা থেকেই যায়।
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় কিছু করার থাকে না বলে উল্লেখ করে তিশা বলেন, রোমান্টিক দৃশ্য কোনোভাবেই এড়ানো যাচ্ছে না। গল্পের প্রয়োজনে দৃশ্যগুলো করতে হচ্ছে।
তিশা জানালেন এবার ঈদে বেশকিছু নাটকে দেখা যাবে তাকে। নাটকগুলো ঈদে বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইন প্লাটফর্মে দেখতে পারবেন দর্শকেরা।
বিভিন্ন ফটোশুটের মাধ্যমে শোবিজ মিডিয়ায় পদার্পণ তাসনুভা তিশা। এরই মধ্যে অভিনয় করেছেন বেশ কিছু বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে। সেগুলো বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। খুব অল্প সময়েই যেন মিডিয়ায় নিজের এক জায়গা করে নিয়েছেন তিনি। কাজও করে ফেলেছেন জনপ্রিয় সব নির্মাতাদের সঙ্গে।
টেলিভিশন নাটকের পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন ওয়েব ফিল্মে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্যাচ ২০০৩’। এ সিনেমায় আরো অভিনয় করেছেন—কাজী নওশাবা আহমেদ, শিপন মিত্র, তন্ময়, শারমিন আঁখি প্রমুখ। মুক্তির পর সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।