Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় আহত সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

বগুড়ার নন্দীগ্রামে বর্ষণ গ্রামের বাজারে ছুরিকাঘাত ও মারপিটে ৭ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েলকে মামলার প্রধান আসামি করা হয়েছে। সে আরজেএফ নামের সংগঠনের উপজেলা সভাপতি। মামলায় আবু সাঈদ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বীজরুল পাকুয়াপাড়ার আবু বক্কারের ছেলে এবং আরজেএফ নামের সংগঠনের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

গতকাল দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে ধারালো দুটি চাকু উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ওসি মো. কামরুল ইসলাম।
গত বৃহস্পতিবার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের বাজারে মোকসেদ আলীর ছেলে রফিকুল ইসলামের দোকানে হামলা করে ছুরিকাঘাত ও মারপিটের অভিযোগে জুয়েল, সাঈদসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি মামলা দায়ের করেন যুবলীগ নেতা কামরুল ইসলাম।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল দাবি করেন, হয়রানি করতেই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যুবলীগ নেতা রফিকুলকে মাদকসহ পুলিশে ধরিয়ে দেয়ার পর থেকেই তারা আমার ওপর ক্ষিপ্ত। রফিকুল, কামরুলরা আমার পরিবারকে দীর্ঘদিন গ্রামে ঢুকতে দেয় না। ঘটনার দিন আমি এবং পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে আমাদের ওপর হামলা করে ছুরিকাঘাত করা হয়েছে। আমার মোটরসাইকেল ভাঙচুর করেছে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আমাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ