Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জহিরুল আলম দোভাষ পুনরায় সিডিএ চেয়ারম্যানের দায়িত্বে

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে আরো তিন বছরের জন্য এম. জহিরুল আলম দোভাষকে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ধারা ৭ (১) এবং (৭৯২) অনুযায়ী সিডিএ’র চেয়ারম্যান পদে নিয়োজিত এম. জহিরুল আলম দোভাষকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২৪ এপ্রিল ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য সিডিএর চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে ২০১৯ সালের ৩ মার্চ সিডিএর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। পুনরায় নিয়োগ পাওয়ার পর এম জহিরুল আলম দোভাষ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল আমি গত ২ বছর তা আন্তরিকতার সাথে পালন করেছি। এখন থেকে নতুন করে তিন বছরে আরো বড় বড় প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ