পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে আরো তিন বছরের জন্য এম. জহিরুল আলম দোভাষকে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ধারা ৭ (১) এবং (৭৯২) অনুযায়ী সিডিএ’র চেয়ারম্যান পদে নিয়োজিত এম. জহিরুল আলম দোভাষকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২৪ এপ্রিল ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য সিডিএর চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে ২০১৯ সালের ৩ মার্চ সিডিএর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। পুনরায় নিয়োগ পাওয়ার পর এম জহিরুল আলম দোভাষ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল আমি গত ২ বছর তা আন্তরিকতার সাথে পালন করেছি। এখন থেকে নতুন করে তিন বছরে আরো বড় বড় প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।