বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে মারা গেছে ১ জন। নিহত ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৫৫)। নিহত সাইদুল উপজেলার বোহাইল ইউনিয়নের চর মাঝিড়া গ্রামের বিলাত প্রামানিকের পুত্র।
নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার ইফতারের পর সাইদুল ট্রাক্টর দিয়ে জমি চাষ দেওয়ার ভাড়ার বকেয়া টাকা চাইতে যায় প্রতিবেশী শহীদুলের কাছে। এনিয়ে উত্তেজনামুলক কথাবার্তা চলার মধ্যে শহীদুলের পক্ষের একদল রোক সাইদুলকে বেদম প্রহার করে । খবর পেয়ে গুরুতর অবস্থায় সাইদুলকে তার স্বজনরা বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার বিকেলে মারা যায় শহীদুল ।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে সারিয়াকান্দি থানার ওসি লালমিয়া (তদন্ত) জানান, ঘটনা সত্য। পাওনা টাকা চাওয়ায় বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ তার ওপর হামলা করেছে বলে অভিযোগ পেয়েছি। লাশ পোষ্ট মর্টেমের পর এব্যাপারে মামলা দায়ের করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।