Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা সচেতনতামূলক বিজ্ঞাপনে ফেরদৌস ও নুসরাত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১৪ এএম

করোনা সচেতনতা নিয়ে নির্মিত বিজ্ঞাপনে অভিনয় করলেন ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন মিয়াজী পাপন। মিউজিক করেছেন ইবরার টিপু। স্বাস্থ্যবিধি মেনে স্বল্পসংখ্যক কলাকুশলী নিয়ে সম্প্রতি বনানী, উত্তরা ও তার আশপাশের এলাকায় এর দৃশ্যধারণ করা হয়েছে। চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘লকডাউনের মধ্যেই শুটিং করতে হলো। সরকারি সহায়তায় বিজ্ঞাপনটি তৈরি হয়েছে। পরিবারের কোনো সদস্য করোনায় আক্রান্ত হলে সেই পরিবারের অন্য সদস্যদের মধ্যে যে ভোগান্তি তৈরি হয় সেটিই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে।’ ফেরদৌসের মতে, জীবনের তাগিদে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের বাইরে বের হতে হয়। তারা যদি মাস্ক ও নিয়ম করে হাত ধুয়ে নেয় তাহলে করোনা ঝুঁকি অনেকখানি কমে যায়। তাই তিনি সবাইকে অনুরোধ করেছেন, সম্ভব হলে কেউ বাইরে যাবেন না। আর যদি যেতেই হয় তাহলে স্বাস্থ্যবিধি মানতে আপত্তি করবেন না।চিত্রনায়িকা ফারিয়া বলেন, ‘ফেরদৌস ভাইয়ের সঙ্গে একসঙ্গে বহুবার পারফর্ম করেছি। কিন্তু বিজ্ঞাপনে এই প্রথম। এতে দর্শক আমাদের নতুনরূপে খুঁজে পাবেন। মানুষজন যাতে বাসায় থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন- এ বিষয়টি বিজ্ঞাপনে উঠে এসেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা বিজ্ঞাপন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ