প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুরজ পাঞ্চোলির বিপরীতে ‘টাইম টু ডান্স’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছে ক্যাটরিনা কাইফের ছোট বোন ইসাবেল কাইফের। তার ভক্তরা তার অভিষেক ফিল্মের জন্য প্রতীক্ষায় ছিল, দুর্ভাগ্যক্রমে ফিল্মটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছে। সম্প্রতি এই নবাগতা তার সুপারস্টার বোনের সঙ্গে সার্বক্ষণিক তুলনা নিয়ে মুখ খুলেছেন। এমনটা নতুন নয় যখন বলিউডে কোনও নতুন অভিনয়শিল্পীকে তাদের তারকা বাবা, মা বা ভাই বা বোনের সঙ্গে তুলনা শুনতে হয়েছে। একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে ইসাবেল প্রথমে তার ‘টাইম টু ডান্স’ ফিল্মে ব্রেকের কথা বলেন : “আমি এর আগে বেশ কয়েকটি ফিল্মের অডিশনে অংশ নিয়েছি, তারপরই এটা আসে। শৈশবে আমি নাচ শিখেছি। আর নাচ তো বলিউডের বড় একটি অংশ। আমার বড় ভালবাসা নাচ। তাই আমার মনে হয়েছিল এটি উপভোগ্য আর চ্যালেঞ্জ হবে।” বোন ক্যাটরিনার সঙ্গে তুলনা এবং নবাগত হিসেবে চাপের কথা বলতে গিয়ে ইসাবেল বলেন : “আমি বিষয়টি জানি। অনেক বছর ধরেই মানুষ এমন তুলনা করে আসছি। এর মধ্যে আমি অভ্যস্ত হয়ে গেছি। আর এটি বড় মনে হয় না। চাপের কথা বলতে গেলে কোভিড পরিস্থিতি এই চাপ কমিয়ে দিয়েছিল, কারণ অবস্থা তো অন্যরকম। উপভোগ করা আর ফল কী হয় জানার জন্য শুধু অপেক্ষা করতে হয়েছে।” বড় বোনের সবচেয়ে বড় পরামর্শ কী ছিল জানতে চাইলে তিনি বলেন : “ শুধু কাজে মনোযোগ দেয়া আর নিজেকে যতটা সম্ভব আড়াল করে থাকতে হবে। চলচ্চিত্র জগতের অন্য কারও কাছ থেকে পরামর্শ চাইলে তাই শুনতে হত আমাকে। সবাই একই পরামর্শ দেয়। আমার বোন তাদের মধ্যেই একজন। আমি তো সবে শুরু করলাম, অনেক ধারার ফিল্ম আছে আমি যা করতে চাই। আমি একটি অ্যাকশন বা পিরিয়ড ফিল্মেই কাজ করতে চাই। এটা শুধু শুরু, সবকিছু করার জন্য রয়ে গেছে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।