প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা শায়া লাবফ জানিয়েছেন, হলিউডে জীবন্ত কিংবদন্তি স্টিভেন স্পিলবার্গের অধীনে কাজ করা তিনি উপভোগ করেননি। তার মতে স্পিলবার্গ যতটা না চলচ্চিত্র নির্মাতা তার চেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণের কোম্পানি।
“আমি এই ধারণা নিয়েই বড় হয়েছি যে যদি স্পিলবার্গের ফিল্মে কাজ করতে পারি তবে সেটিই হবে পরম পাওয়া। তবে সেখানে পৌঁছার পর মনে হয়েছে স্বপ্নে যে স্পিলবার্গকে দেখেছি তার সঙ্গে দেখা হয়নি। যার সঙ্গে দেখা হয়েছে সে অন্য এক স্পিলবার্গ, তিনি তখন তার ক্যারিয়ারের এক অন্য পর্যায়ে। তিনি যতটা না পরিচালক তার চেয়ে বেশি একটি কোম্পানি,” লাবফ বলেন।
তার মতে, পরিচালকটির সঙ্গে কাজ করে অভিনেতা হিসেবে তার কোনো উত্তরণ হয়নি।
“স্পিলবার্গের সেট একবারে ভিন্ন ধরনের। সবকিছুই নির্ভুলভাবে পূর্বপরিকল্পিত। ৩৭ সেকেন্ডে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। পাঁচ বছর কাজ করার পর অনুভ‚তি হয় যে জীবন চালাবার জন্য যা করছি তা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই।”
লাবফ অস্কারজয়ী পরিচালকটির ‘ডিসটার্বিয়া’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অফ ক্রিস্টাল স্কাল’ এবং ‘ইগল আই’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন। অভিনেতাটি বিশেষ করে ‘ইন্ডিয়ানা জোন্স’ ফিল্মটির ব্যর্থতায় নিরাশ হন।
তিনি বলেন, “সাড়ে পাঁচ বছর প্রস্তুতির পর ফিল্মটি বের হয়, এবং বলা হয় ভুলটি আমার। সত্যিই দুঃখজনক।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।