Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার পাইকগাছায় বন্ধ অবৈধ দুটি ইটভাটা

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

খুলনার পাইকগাছার অবৈধ দুটি ইট-ভাটা বন্ধ করে দিলো প্রশাসন। মঙ্গলবার উপজেলার ধামরাইল এলাকার সামিনা ব্রিকস ও স্টার ব্রিকস নামের দুটি ইট-ভাটার সকল কার্যক্রম প্রশাসনের থেকে বন্ধ করে দেওয়া হয়। এ দুটি ইটভাটা সরকারি কোন অনুমোদন ছাড়াই লাইসেন্স বিহীন অবৈধ ভাবে ইট-ভাটার সকল কার্যক্রম পরিচালনা করে আসছিল।

স¤প্রতি নানা অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুটি ইট-ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর তত্তাবধায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক সোমবার বিকালে সরেজমিন গিয়ে ভাটা পরিচালনার সকল অভিযোগের সত্যতা পান। এরপর উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী কোন জেল-জরিমানা ছাড়াই দুটি ভাটার সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিলে সামিনা ব্রিকস ইট-ভাটার পক্ষে মো. আলমগীর হোসেন ও স্টার ব্রিকস এর পক্ষ আশরাফুল আলম খান লিখিত অঙ্গিকার করেন যে, মঙ্গলবার হতে অবৈধ ইট-ভাটার সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং ৭ দিনের মধ্যে নিজ খরচে ভাটার যাবতীয় মালামাল অপসারণ করে নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইটভাটা

১১ এপ্রিল, ২০২২
২৬ ফেব্রুয়ারি, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২
১ ফেব্রুয়ারি, ২০২২
৩১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ