Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভারত ভ্রমণ করলেই বিপদ’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

কোভিড-১৯-এর টিকা দেওয়ার পরও ভারতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে মার্কিন জনস্বাস্থ্য সংস্থা। যদি যাত্রা অপরিহার্যও হয়, তবে তার আগে টিকার সব ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। খবর এনডিটিভির। সংস্থাটি দেশটিকে সর্বোচ্চ স্তরে (৪) স্থান দিয়েছে, যা ‘কোভিড-১৯-এর অত্যন্ত উচ্চ স্তর’। মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলেছে, ভারতে বর্তমান পরিস্থিতির কারণে পুরোপুরি ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীরাও কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকতে পারেন এবং ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। এ কারণেই ভারতে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকা উচিত। না হলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। সিডিসি বলছে, আপনাকে যদি ভারতে ভ্রমণ করতেই হয়, তবে ভ্রমণের আগে সম্প‚র্ণ টিকা নিন। সব ভ্রমণকারীর মাস্ক পরা উচিত, অন্যদের থেকে ৬ ফুট দ‚রে থাকতে হবে, ভিড় এড়ানো উচিত এবং তাদের হাত ধোয়া উচিত। পুরোপুরি ভ্যাকসিন নেয়া ব্যক্তিসহ ভারতে ভ্রমণকারীদের প্রদত্ত গাইডলাইনগুলোর মধ্যে সিডিসি সহযাত্রী নয় এমন ব্যক্তি থেকে ৬ ফুট দ‚রত্ব বজায় রাখতে এবং নিয়মিত হাত ধোয়ার জন্য বলেছে। এছাড়া মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। টানা কয়েকদিন ভারতে মারাত্মক রূপ ধারণ করেছে করোনাভাইরাস। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ