বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদে নদী, খালে বেড় জাল ও চরগড়া দিয়ে দেশীয় ছোট মাছ নিধনের মহোৎসব চলছে। উপজেলা সদরের পৌর এলাকার পার্শ্ববর্তী সন্ধ্যা নদী, আমীর হাজী বাড়ির খাল, কামারকাঠির খালসহ উপজেলার বিভিন্ন খালে প্রতিনিয়ত বেড় জাল দিয়ে দেশীয় নানা প্রজাতির ছোট মাছ নিধন করা হচ্ছে। উপজেলা মৎস্য অফিসকে বার বার জানানো হলেও প্রতিকারে কোন উদ্যোগ নেই তাদের।
অভিযোগ রয়েছে, উপজেলা মৎস্য অফিসে স্থানীয় লোকদের দীর্ঘ বছর যাবৎ চাকরির সুবাধে মাছ নিধনকারীদের সখ্যতা রয়েছে। তাই কোন রকম ঝামেলা ছাড়াই বেআইনিভাবে পোনা মাছ নিধন সহজ হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ স্বরূপকাঠি (গনমান) সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সন্ধ্যা নদীতে একদল লোক বেড় জাল দিয়ে মাছ ধরছে। বাড়ির মহিলারাও পোনা নিধনে পুরুষদের সাহায্য করছে। এ অবস্থায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হককে ফোন দেয়া হলে তিনি বলেন বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।
এলাকার দুই যুবক বলেন, মৎস্য অফিসে দীর্ঘ বছর যাবৎ কর্মরত এলাকার লোকদের সাথে এদের দহরম মহরম রয়েছে বিধায় বাধ জাল দিয়ে নদী, খাল থেকে সহজে পোনা মাছ নিধন সম্ভব হচ্ছে। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীকে জানালে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।