বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের এক রোগী মাসাধিক কালেও চিকিৎসা সেবা না পাবার বিষয়টি সাংবাদিকদের জানানোয় হাসপাতাল থেকে নাম কেটে দেয়ার অভিযোগ উঠেছে। পটুয়াখালীর বাউফল উপজেলার আনোয়ারা বেগম জরায়ু অপারেশনের জন্য গত ১১ মার্চ ডা. খুরশীদ জাহানের অধীনে গাইনি ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। বেসরকারিভাবে চিকিৎসা করানোর মত টাকা না থাকায় তিনি সরকারি হাসপাতালে আসলে এক মাসেও তার চিকিৎসা হয়নি।
গত ১৬ মার্চ তার অস্ত্রোপচারের বথা থাকলেও অজ্ঞাত কারণে হয়নি। কারণ হিসাবে বিষয়টি জরুরি নয় বলে তাকে জানানো হয়। শুধুমাত্র আনোয়ারা বেগমই নন ওই ওয়ার্ডের অনেকেরই একই অবস্থা হওয়ায় স্বেচ্ছায় হাসপাতাল থেকে চলে গেছেন। অভিযোগ রয়েছে, ডা. খুরশীদ জাহানের যেসব তারিখে অপারেশন থাকে সেদিন তিনি হাসপাতালে আসেন না। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নিয়মিত ওই ওয়ার্ডে ১০-১২টি অপারেশন হয়ে থাকে। গত ১১ এপ্রিল আনোয়ারা বেগমের পুত্র রাশেদুল ইসলাম স্থানীয় পত্রিকার সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। পরে তারা ডা. খুরশীদ জাহানের সাথে দেখা করতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইলে তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কলেজে ক্লাশ নিচ্ছেন বলে জানান। অথচ মোবাইল ফোনে রাস্তার গাড়ির শব্দ শোনা যাচ্ছিল। ১২ এপ্রিল আনোয়ারা বেগমের হাসাপতাল থেকে নাম কেটে দেয়া হয়। অবশ্য রেকর্ডে রোগী স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেছেন বলে উল্লেখ রয়েছে। বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, রোগীর সাথে কেন খারাপ ব্যবহার করা হয়েছে তার খোঁজ খবর নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।