Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই স্কুল শিক্ষকসহ চার পরিবারের মালপত্র লুট

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরের পশ্চিম ফুলুহার গ্রামের আঃ জব্বার হাওলাদারের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতেরা আঃ জব্বার হাওলাদারের একতলা ভবনের পেছনের দরজার ছিটকানী ভেঙে প্রবেশ করে একই ভবনের দুই স্কুল শিক্ষকসহ ৪ পরিবারের সোনার গহনা, দুই লাখ ২ লাখ ৪৫ হাজার টাকাসহ মালপত্র লুট করে নিয়ে যায়। ভুক্তভুগীরা অভিযোগ করে জানান, ওই ভবনে আঃ জব্বার হাওলাদারসহ তার ৩ ছেলে স্কুল শিক্ষক নজরুল ইসলাম, স্কুল শিক্ষক লুৎফর রহমান ও পুলিশের রিডার আবুল বাসার বসবাস করছেন। রাতে মুখোশধারী ও মুখোশ ছাড়া ১৫/২০ জনের একদল ডাকাত ভবনের পেছনের দরজার ছিটকানী ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১৪ ভরি সোনা, ২ লাখ ৪৫ হাজার টাকা, ৫টি মোবাইল, ১টি ল্যাবটপ ও একটি এলইডি টিভিসহ মালপত্র লুটে নেয়। রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, পুলিশের উধ্বর্তন কর্মকতাসহ আমরা ঘটনাস্থলে আছি, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই স্কুল শিক্ষকসহ চার পরিবারের মালপত্র লুট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ