রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহ আঞ্চলিক অফিস
ময়মনসিংহে ডিআইজি পরিচয়দানকারী সোহাগ মাহমুদ বাপ্পী (২৮) নামে এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ সদরের মনিপুরীঘাট এলাকাথকে তাকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুুররুল ইসলাম সাংবাদিকদের জানান, ময়মনসিংহ জেলাসহ দেশের বিভিন্ন জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে মোবাইলের মাধ্যমে ওই প্রতারক বিভিন্ন সময়ে পুলিশ ও র্যাব’র বড় কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিনব কায়দায় চাঁদা দাবি করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ২২ আগষ্ট ডিআইজি পরিচয় দিয়ে ময়মনসিংহ সদর থানার এস আই আক্রাম হোসেনের কাছ থেকে ডাচ্ বাংলা ব্যাংকের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি অবহিত হওয়ার পর ওসি ডিবিকে অপরাধী সনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দিলে প্রযুক্তির ব্যবহার করে আসামিকে শুক্রবার রাতে কিশোরগঞ্জের মনিপুরীঘাট এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। আয়োজিত এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) নূরে আলম, ডিবি’র ওসি ইমারত হোসেন গাজীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।