রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় সুমি আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় ডিমলায় উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামে। শুক্রবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, ঝুনাগাছ চাপানি বিন্যাকুড়ি গ্রামের খতিবর রহমানের কন্যা সুমি আক্তার (২০) সাথে একই ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আলমগীর হোসেনের সাথে গত ২ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে মনি আক্তার নামে ৩ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে পৃথক সংসার করা নিয়ে তাদের মধ্যে পারিবারিককলহ চলে আসছে। এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। রাতে মোবাইলে সুমির পিতাকে জানানো হয় সুমি বিষপানে আত্মহত্যা করেছে। সুমির পিতা খতিবর রহমান জানান, তার মেয়েকে শ্বশুর বাড়ীর লোকজন শ্বাসরোধ করে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে। তিনি জানান, তার মেয়ে আত্মহত্যা করলে তার গলায় কালো দাগ থাকবে কেন। ডিমলা থানার এসআই আতিকুর রহমান বলেন, লাশটির গলায় দাগ দেখে আত্মহত্যার বিষয়টি সাজানো বলে মনে হচ্ছে। মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে বিষ ছিটিয়ে দেয়া হয়েছে মর্মে প্রাথমিকভাবে মনে হওয়ায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।