Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনা সংক্রমন বাড়ছেই, মোট মৃত ২৭৭

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ৫:৪৮ পিএম

বগুড়ায় করোনা সংক্রমণ প্রাণহাণির সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘন্টায় এ জেলায় করোনার করাল গ্রাসে মারা গেছে ১ নারীসহ ৫ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর ফলে ১ বছরের করোনা সংক্রমনে বগুড়ায় মারা গেল ২৭৭ জন ।
রোববার যারা মারা গেছেন তারা হলেন বগুড়া গাবতলী উপজেলার রওশন আরা (৫০), সিরাজগঞ্জ উল্লাপাড়ার জিল্লুর রহমান (৫৫), বগুড়ার জলেশ্বরীতলা এলাকার শেফালী বেগম (৮০), শহরের শিববাট্টি এলাকার ইমদাদুল হক (৭৭) এবং সারিয়াকান্দির চিলপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৫)। এদের মধ্যে রওশন আরা এবং জিল্লুর রহমান সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং বাকি তিনজন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত মাসের ২৯ মার্চ জেলায় একদিনে করোনায় ৫ জনের প্রাণহানি ঘটে। এটিই এখন পর্যন্ত এজেলায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ।
অন্যদিকে বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৩২১টি নমুনার ফলাফলে নতুন করে ৬৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২০দশমিক ২৪ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৬০ জন, শাজাহানপুরে ৪ জন, শিবগঞ্জ ৩জন বাকি একজন দুপচাঁচিয়ার বাসিন্দা। সোমবার এই তথ্য জানান বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ২১৯ নমুনায় ৮৫ জন করোনায় শনাক্ত হয়েছিলেন।
ডা. তুহিন জানান, ১৮ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ৩০৫টি নমুনায় ৬২ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১৬ নমুনায় ৬ জনের পজিটিভ এসেছে।
সর্বশেষ ৬৮ জন সহ বগুড়া জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৪শ’ ১৮ জন নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৭ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ