Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন অবনতি অব্যাহত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬৬ মারা গেছেন একজন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১:২৮ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় আরো ১৬৬ জন আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে। তবে পূর্ববর্তি ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যাটা ছিল যথাক্রমে ২০৮ ও ৩ জন। যা ছিল এযাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন। ফলে দক্ষিনাঞ্চলে গত বছর ১৮ মার্চ থেকে সোমবার ১৯ এপ্রিল পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩ হাজার ৫০৩ জন। মৃত্যুর সংখ্যাটা পৌছে গেছে ২৪৩-এ। মৃত্যু হার ইতোমধ্যে ১.৮০%-এ উন্নীত হয়েছে।

গত ২৪ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় ৬১৮ জনের নমুনা পরিক্ষায় ১৬৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। গড় সনাক্তের হার ১৪.৮৯%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় নতুন ৫৮ জন সহ সর্বমোট ১১ হাজার ৮৬ জনের সুস্থ হয়ে ওঠার কথা বলা হল। তবে দক্ষিণাঞ্চলে সুস্থতার হার ইতোপূর্বের ৯৮% থেকে এখন ৮২.১০% ।
সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬৬ জনের মধ্যে মহানগরীতে ৬৪ জন সহ বরিশাল জেলায় সংখ্যাটা ৮৭ জন। এসময়ে জেলার আগৈলঝাড়ার ৭৫ বছর বয়¯ক এক ব্যক্তি শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আগের ২৪ ঘন্টায় মহানগরীতে ৬৯ সহ জেলায় মোট আক্রান্ত ছিলেন ১শ। এরফলে করোনার হটস্পট বরিশালে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৬ হাজার ১৬১ জনে। জেলাটিতে মারা গেছেন ১০৪ জন।
করেনার আরেক ঝুকিপূর্ণ এলাকা বিচ্ছিন্ন দ্বীপ ভোলাতে গত ২৪ ঘন্টায় নতুনকরে ২৪ জন আক্রান্ত হয়েছেন। ফলে এপর্যন্ত জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১ হাজার ৫৪৫ জনে। মারা গেছেন ১৮ জন। পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় আরো ২১ জনের করোনা পজিটিভ সনাক্তের ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১ হাজার ৪৮৬ জনে। এপর্যন্ত মারা গেছেন ২৯ জন।
ছোট জেলা ঝালকাঠীতেও আক্রান্তের আধিক্য অবাহত রয়েছে। ৪ উপজেলার এ জেলোটিতে গত ২৪ ঘন্টায় নতুনকরে ১৮জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। আগের ২৪ ঘন্টায় আক্রান্তর সংখ্যাটা ছিল ২৯। বরিশাল মহানগরীর অতি নিকটের এ জেলাটিতে এ পর্যন্ত আক্রান্ত ১ হাজার ১৩৪ জনের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতেও এসময়ে নতুন ১১ জন সহ মোট ২ হাজার ১০ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হবার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগের ২৪ ঘন্টায় জেলাটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২৮। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ জনের ।
বরগুনাতেও সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নতুনকরে ৫জন আক্রান্ত হয়েছেন। যা আগের ২৪ ঘন্টায় ছিল ৭। শণিবারে সংখ্যাটা ছিল ১০জন। ফলে এ পর্যন্ত জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৭ জনে উন্নীত হয়েছে। মারা গেছেন ২২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ