Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে প্রচারে গিয়ে অসুস্থ, হেলিকপ্টারে করে কলকাতায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৩৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনে প্রার্থী না হলেও দলীয় প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। রোববার (১৮ এপ্রিল) উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে রোড শো করতে গিয়েছিলেন ফাটাকেস্ট। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে হেলিকপ্টারে কলকাতায় আনা হয়। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
চিকিৎসকরা জানিয়েছেন, গরমের মধ্যে প্রচার কর্মসূচিতে বেরিয়ে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন মিঠুন।
জানা যায়, নির্বাচনী প্রচারের জন্য রায়গঞ্জের উদয়পুরে নামে মিঠুনের হেলিকপ্টার। সেখান থেকে বিজেপি প্রার্থীকে নিয়ে রোড শো'র জন্য নির্ধারিত গাড়িতে উঠেন তিনি। মিছিলটি শিলিগুড়ি মোড়ে পৌঁছাতেই অসুস্থ হয়ে গাড়ি থেকে নেমে পড়েন মিঠুন। তড়িঘড়ি করে তাকে নিয়ে আসা হয় অস্থায়ী হেলিপ্যাডে। এরপর দ্রুত তাকে বহনকারী হেলিকপ্টারটি কলকাতায় রওনা দেয়। সূত্র : হিন্দুস্তান টাইমস

 



 

Show all comments
  • Morshed ১৯ এপ্রিল, ২০২১, ১০:২৮ এএম says : 0
    সময় থাকতে বিজেপির রাজনীতি ছেড়ে দিন। নয়তো সারা জীবনে মানুষের যেটুকু ভালবাসা অর্জন করেছিলেন সবটুকুন হারাবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ