Inqilab Logo

বুধবার , ৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৭ যিলক্বদ ১৪৪৪ হিজরী

বান্দরবানে আফিমসহ মাদককারবারি গ্রেফতার

সেনাবাহিনী-র‌্যাবের অভিযান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে পার্বত্য জেলার বান্দরবানে থানচি থেকে প্রায় চার কেজি আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বান্দরবান সেনা রিজিয়ন ও র‌্যাব-৭ চট্টগ্রামের যৌথ অভিযান পরিচালনাকালে মউসিং ত্রিপুরাকে (৩৭) পাকড়াও করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে, একটি প্লাস্টিকের বস্তায় তিন কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আফিমের মূল্য তিন কোটি ৮৫ লাখ টাকা। গ্রেফতার মউসিং ত্রিপুরা বান্দরবানের রুমা থানার অংথহা ত্রিপুরার পুত্র। সে দীর্ঘদিন থেকে আফিম উৎপাদন, পক্রিয়াজাত ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনী-র‌্যাবের অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ