প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
যারা ম্যাকলে কালকিনকে জানেন তাদের চোখে তিনি এখনও ‘হোম অ্যালোন’ ফিল্মের ছোট্ট কেভিন, কে জানত সেই কেভিনই একদিন বাবা হবে? ‘হোম অ্যালোন’ তারকা ম্যাকলে কালকিন এবং তার স্ত্রী ব্রেন্ডা সঙ তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন ডেকোটা সঙ কালকিন। কালকিনের ২০০৮ সালে পরলোকগত বোন ডেকোটার নামে তাদের সন্তানের নাম রাখা হয়েছে। কালকিন যেমন ‘হোম অ্যালোন’ ফিল্মের জন্য খ্যাত তেমনি সঙের উল্লেখযোগ্য ফিল্ম- ‘দ্য স্যুইট লাইফ অফ য্যাক অ্যান্ড কোডি’। বাবা-মা হবার ঘোষণা দিয়েছেন দম্পতি এক বিবৃতিতে : “মা, বাবা আর সন্তান সবাই সুস্থ আর সুখী। আমরা আনন্দে আত্মহারা।” সঙ (৩৩) ও কালকিন (৪০) শিশুশিল্পী হিসেবে হলিউডে তাদের ক্যারিয়ার শুরু করেন। সেঠ গ্রিনের ‘চেঞ্জল্যান্ড’ ফিল্মের সেটে প্রথম দেখা হবার পর ২০১৭ থেকে ডেট করা শুরু করেন এবং ২০১৮তে একসঙ্গে থাকা শুরু করেন। দুজনই তাদের সম্পর্ক বরাবর মিডিয়ার আড়ালে রেখে এসেছেন। দাদের কদাচিৎ রেড কার্পেটে একসঙ্গে দেখা গেছে। এছাড়া সামাজিক মাধ্যমে তারা কখনই তাদের পরস্পরের প্রতি ভালবাসার অভিব্যক্তি প্রকাশ করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।