Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা নির্ধারণ করেছে ইমাম পরিষদ

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

খুলনায় এবার সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজার দর বিশ্লেষণ করে খুলনা জেলা ইমাম পরিষদ এ ফিতরা নির্ধারণ করেছে। খুলনা ইমাম পরিষদের সহ-প্রচার সম্পাদক হাফেজ আব্দুল্লাহ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা ইমাম পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে জেলা ইমাম পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনাঞ্চলের বাসিন্দাদের জন্য এবার ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আর কারো কাছে সমস্ত ব্যয়ভার বাদ দিয়ে ৬০ হাজার টাকা পূর্ণ এক বছর থাকলে তার ওপর জাকাত আদায় করা ফরজ। ইমাম পরিষদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে সদকাতুল ফিতর ও নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সঠিকভাবে জাকাত আদায় করার আহবান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ