বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড জালিয়াতির দায়ে বৃহস্পতিবার রাতে ২ ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে রামপুর ইউনিয়নে ১০ কেজি করে ৫ হাজার ৩শ’ ৫৮ জন অসহায় দরিদ্রের মাঝে বিতরণের জন্য ৫৩ মেট্রিক টন ৫শ’ ৮০ কেজি চাল বরাদ্দ হয়। গত ৫ ও ৬ সেপ্টেম্বর ইউপি কমপ্লেক্স ভবনে বরাদ্দকৃত চাল বিতরণ সম্পন্ন হয়। এদিকে বিতরণের শেষ দিন অনেকে চাল না পেয়ে ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করে। এতে ইউপি চেয়ারম্যান মদন চন্দ্র সিংহ চাল দেয়ার আশ্বাস দিয়ে সুকৌশলে অতিরিক্ত কার্ডগুলো জমা নিয়ে প্রায় ১৫০০ ভুয়া জালিয়াতি কার্ড বাজেয়াপ্ত করেন এবং অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশে উদ্ধার হন। পরে তারাটি গ্রামের একাই ১৬৭টি কার্ড জমাদানকারী মোহাম্মদ আলীসহ অনেককে জিজ্ঞাসাবাদে কার্ড জালিয়াত চক্রের সন্ধান মেলে। এ সূত্র ধরে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য তারাটি গ্রামের ফজলুল হক (৩৫) ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদিপুর গ্রামের এনায়েত কবিরকে (৩৩) জিজ্ঞাসাবাদ করলে শত শত এলাকাবাসীর উপস্থিতিতে সøীপ জালিয়াতির কথা স্বীকার করে। এতে জালিয়াতির দায়ে উভয় ইউপি সদস্যসহ তারাটি গ্রামের মৃত আলাল উদ্দিনের পুত্র হৃদয় মিয়া (১৬), সাদিপুর গ্রামের মুজিবর রহমানের পুত্র আমিনুল হক (২০) ও ইমানুলকে (১৮) আটক করে জনতা বৃহস্পতিবার রাতে পুলিশের সোপার্দ করেন। পরদিন পুলিশ আটককৃতদের আদালতে প্রেরণ করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মদন চন্দ্র সিংহ রায় বাদী হয়ে ২ ইউপি সদস্য ও ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।