Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনামসজিদে হযরত শাহ নেয়ামতুল্লাহ (র:)-র ওরস পালিত

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে অবস্থিত হযরত শাহ নেয়ামতুল্লাহ (র:) এর পবিত্র ওরস ঐতিহাসিক গৌড়ের তোহাখানায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে।
এ উপলক্ষে তোহখানা চত্বরে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরআগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ওরসভুক্তদের মানত দেয়া। ওরসভক্তরা বিশ্বাস করে এই মানত করে। মুরগি, কবুতর, হাঁস ইত্যাদি মানত করে থাকে। বেলা বাড়ার সাথে সাথে ওরসভক্তদের ভিড় বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টায় দোয়া মাহফিলের পর তোহাখানা মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জুম্মার নামাজের পর বিভিন্ন স্থান থেকে আগত মুসলি¬¬দের শাহ নেয়ামতুল¬াহ (র:) এর পুরাতন পরিধানের বিভিন্ন পোশাক ও আসবাবপত্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষেরা ওরস অংশগ্রহণ করে এবং এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনামসজিদে হযরত শাহ নেয়ামতুল্লাহ (র:)-র ওরস পালিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ