বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদে উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে নারী ও শিশু রোগীর সংখ্যা। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে জায়গা না পেয়ে রোগীরা বারান্দায় ফ্লোরে বসে চিকিৎসা নিচ্ছেন। গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হাসপাতালে থেকে ১৭৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্য নারী ও শিশু রোগীর সংখ্যা বেশি।
হাসপাতালের আবাসিক ডাক্তার আসাদুজ্জামান জানান,প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইনের সরবরাহ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া জানান, ২৪ ঘন্টায় ডায়রিয়া ওয়ার্ডে ২৫ জন রোগী ভর্তি হয়েছে।এছাড়া ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন গড়ে ২৫ জন রোগী ভর্তি হচ্ছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল বেডে জায়গা সংকুলান হচ্ছেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।